South east bank ad

ঢাকা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন

 প্রকাশ: ২১ জুন ২০২১, ০৪:৪৪ অপরাহ্ন   |   মন্ত্রী

ঢাকা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন
ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ৩ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হয়। গতকাল রোববার ২০ জুন ২০২১ইং তারিখে  সবুজবাগে নবনির্মিত ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
খিলগাঁওয়ের ঝিলপাড় উত্তর বাসাবো মাদ্রাসার বিপরীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ১৫ কাঠা জমির ওপর ৫তলা ভিত্তি প্রস্তরের ওপর তিন তলা এই কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে৷
বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি এলাকাবাসীও এই কমপ্লেক্সের খোলা জায়গার সুবিধা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল ইসলাম। 
গত শনিবার ১৯ জুন ২০২১ইং তারিখ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য জানান৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আগামী জুলাই মাস থেকেই প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাকে ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা দেওয়া হবে। এ সময় মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণকাজ কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীরনিবাস নির্মাণ প্রকল্প অনুমোদন করেছেন। প্রথমে ১৪ হাজার থাকলেও পরে প্রধানমন্ত্রী এর সংখ্যা ৩০ হাজারে উন্নীত করেছেন।
মন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল এবং জেলা-উপজেলা স্বাস্থ্যকেন্দ্র্রগুলোতে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সারাদেশে সব মুক্তিযোদ্ধার কবর একই নকশায় করার কাজও চলমান রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, বেনজীর আহমদ এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, ঢাকার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার প্রমুখ।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: