মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রীকে পরিবারের জিম্মায় দিল পুলিশ

কোনো মামলা না থাকায় এবং বয়স ও বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণে আওয়ামী লীগের সাবেক এমপি ও সাবেক ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা (৯০) ও তার স্ত্রী সালমা খাতুনকে (৮০) পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ।
শেরপুর থানা থেকে জামালপুর থানায় হস্তান্তরের পর গতকাল মঙ্গলবার (২৭ মে) রাতে ১১টার দিকে তাদেরকে জামালপুর শহরের কাচারিপাড়া এলাকার বাসায় পাঠানো হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে শেরপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে জমির দলিল সম্পাদন করতে গিয়ে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে সস্ত্রীক অবরুদ্ধ হন জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরা। পরে খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ তাদের উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
শেরপুর সদর থানার ওসি মো. জুবায়দুল আলম জানান, শেরপুরে কোনো মামলা না থাকায় সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে জামালপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সন্ধ্যা ৮টার দিকে শেরপুর সদর থানার পুলিশ তাদের জামালপুর সদর থানায় নিয়ে যায়। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে তাদের বহনকারী পুলিশ ভ্যানের সঙ্গে সেনাবাহিনীর দুটি গাড়ি ছিল।
জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, ‘শেরপুর থানা থেকে রেজাউল করিম হীরাকে জামালপুর থানায় হস্তান্তর করা হয়।
কিন্তু তার বিরুদ্ধে জামালপুর থানায় কোনো মামলা নেই। তাছাড়া তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তার স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে। এসব বিষয় বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার স্ত্রী ও এক আত্মীয়কে জিম্মাদার করে মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে জামালপুর শহরের কাচারিপাড়া এলাকার বাসায় পাঠানো হয়েছে।