আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোন ধরনের সারচার্জ ছাড়াই সনদ নবায়নের সুযোগ দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোন ধরনের সারচার্জ ছাড়াই সকল ধরনের নিবন্ধন সনদ (আমদানি, রপ্তানি ও ইন্ডেন্টিং) নবায়ন করা যাবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি অধিদপ্তরের প্রধান নিয়ন্ত্রকের এক নির্দেশনায় এমনটা জানানো হয়েছে। অধিদপ্তরের নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) মো. আওলাদ হোসেনের সাক্ষর করা ওই নির্দেশনায় বলা হয়, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণ অধিদপ্তরে চলমান সকল ধরনের নিবন্ধন সনদ (আমদানি, রপ্তানি ও ইন্ডেন্টিং) বিদ্যমান আমদানি নীতি অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোন ধরনের সারচার্জ ছাড়াই নবায়ন করা যাবে। এতে জানানো হয়, অধিদপ্তরে দাখিলকৃত আবেদনগুলো নিষ্পত্তিকালীন সময়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ২০২১-২২ অর্থবছরের নবায়ন ফিস ও মূল্য সংযোজন কর (মূসক) জমা দেয়ার প্রমাণ (ট্রেজারী চালান/ই-চালান) দেখিয়ে করতে পারবেন। নির্দেশনায় আরো বলা হয়, ২০২০-২১ অর্থবছর মেয়াদী সকল নিবন্ধন সনদের বিপরীতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট আমদানিকারক, রপ্তানিকারক ও ইন্ডেন্টরগণকে তাদের ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ দেয়ার সুপারিশ করা হয়েছে।