South east bank ad

ময়মনসিংহ মেডিকেলে অস্থায়ী চিকিৎসকদের বিশেষ অনুদান দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

 প্রকাশ: ২০ জুলাই ২০২১, ০৩:২৫ পূর্বাহ্ন   |   মন্ত্রী

ময়মনসিংহ মেডিকেলে অস্থায়ী চিকিৎসকদের বিশেষ অনুদান দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি'র পক্ষে তাঁর সহকারী একান্ত সচিব ডাঃ মীর আনোয়ার হোসেন আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফজলুল কবিরের হাতে করোনাকালীন চিকিৎসা সেবা প্রদানের জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের বেতন-ভাতাদি বাবদ ৪ লক্ষ টাকা অনুদানের চেক তুলে দেন। 

উল্লেখ্য, প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের বেতন-ভাতাদি বাবদ প্রতি মাসে ৪ লক্ষ টাকা হারে অনুদানের ঘোষণা দিয়েছেন যার প্রথম চেকটি আজ হস্তান্তর করা হলো। এটি করোনা মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। তাছাড়া তিনি করোনা চিকিৎসার সুবিধার্থে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদানের ঘোষণা দিয়েছেন যা শীঘ্রই হস্তান্তর করা হবে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: