আশ্রয়ন প্রকল্পে আশ্রিতদের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

শামীম আলম (জামালপুর):
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মো. মুরাদ হাসান বলেছেন, দেশের অসহায় ও দরিদ্র মানুষ যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে তার জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত বুধবার পোগলদিঘা ইউনিয়নের বগার পাড় এবং কামরাবাদ ইউনিয়নের রেলিব্রিজ এলাকায় আশ্রয়ণ প্রকল্পে পাঁচ শতাধিক আশ্রিয়তদের দুঃস্থদের মাঝে রান্না করা খাবার এবং মাস্ক বিতরণকালে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, যাদের ঘর নাই তাদের মাথা গোজার জন্য ঘর নির্মাণ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিন। পাশাপাশি অসহায় ও দরিদ্র পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ সময় আশ্রয়ন প্রকল্পের আশ্রিতদের খোঁজ খবরন নেন তাদের সুবিধাগুলো দূর করতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।