South east bank ad

দ্রুত ডাক্তার এবং নার্স নিয়োগ দিতে যাচ্ছি: স্বাস্থ্যমন্ত্রী

 প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০৬:৩৪ অপরাহ্ন   |   মন্ত্রী

দ্রুত ডাক্তার এবং নার্স নিয়োগ দিতে যাচ্ছি: স্বাস্থ্যমন্ত্রী
আমাদের ডাক্তার নার্সরা ক্লান্ত হয়ে গেছে। আর কত দিন। প্রায় দুই বছর চলছে। তাই আমরা ৪ হাজার ডাক্তার এবং ৪ হাজার নার্স নিয়োগ দিতে যাচ্ছি দ্রুত। ভাইভা ছাড়াই ডাক্তার নার্স নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (২৬ জুলাই) মন্ত্রীপরিষদ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

এ সময় তিনি বলেন, টিকার কার্যক্রম আরো জোরদার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ওয়ার্ড পর্যায়ে জোর দেয়া হবে এখন।

তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে ২০০ টন অক্সিজেন আসবে। এই মুহূর্তে অক্সিজেনের সমস্যা নাই। আগামীতেও সমস্যা হবে না।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: