South east bank ad

অটিজম কোন রোগ নয়, এটি একটি বিশেষ পরিস্থিতি : পররাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ০৩:৩১ অপরাহ্ন   |   মন্ত্রী

অটিজম কোন রোগ নয়, এটি একটি বিশেষ পরিস্থিতি : পররাষ্ট্রমন্ত্রী
বিডিএফএন লাইভ.কম

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সমাজে সম্পৃক্তকরণের মাধ্যমে সরকার শারীরিকভাবে অক্ষমদের প্রয়োজন পূরণে অঙ্গীকারাবদ্ধ।

তিনি বলেন, অটিজম কোন রোগ নয়, এটি একটি বিশেষ পরিস্থিতি, যা ব্যাপক যত্নের দাবি করে।

পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার লন্ডনের অ্যাপাসেন ইন্টারন্যাশনালের হেড অফিস পরিদর্শনকালে একথা বলেন। এই সংগঠন বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলের দুস্থ, শারীরিকভাবে প্রতিবন্ধী, অটিস্টিক এবং অন্যান্যদের জীবন-মান উন্নয়নে কাজ করে।

অ্যাপাসেন ডে সেন্টার পরিদর্শনের পর তিনি অ্যাপাসেন ইন্টারন্যাশনালের উদ্যোগে সিলেটে প্রতিষ্ঠিত বিশেষায়িত স্কুল ও মডেল ডে সেন্টারের কর্মকান্ডের প্রশংসা করেন।

অ্যাপাসেন ইন্টারন্যাশনারের প্রধান নির্বাহী মাহমুদ হাসান ছাত্র-ছাত্রীদের বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। মাহমুদ হাসান বোর্ড অব ট্রাস্টির পক্ষ থেকে ড. মোমেনকে ক্রেস্ট প্রদান করেন।
সূত্র: বাসস
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: