বিশেষ বিসিএসের জন্য বিধিমালা সংশোধন, প্রজ্ঞাপন জারি

বিশেষ বিসিএস পরীক্ষা নেওয়ার জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ২০১৪ এর সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
মঙ্গলবার রাতে (২৭ মে) এ সম্পর্কিত গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বয়স, যোগ্যতা ও সরকারি নিয়োগের জন্য পরীক্ষার বিধিমালা সংশোধন করা হয়েছে।
শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে ৬৮৩ জন এবং স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজার ৩০ জনকে চিকিৎসকের এন্ট্রি পদে নিয়োগের জন্য বিশেষ বিসিএস আয়োজন করতে পিএসসিকে জানানো হয়েছে।
এরই অংশ হিসেবে বিধিমালা সংশোধন করা হয়েছে জনপ্রশাসন সূত্রে জানা গেছে।