শিরোনাম

South east bank ad

ডিএমপির সংক্ষিপ্ত বিচার আদালতে ১৭ জনের কারাদণ্ড

 প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন   |   পুলিশ

ডিএমপির সংক্ষিপ্ত বিচার আদালতে ১৭ জনের কারাদণ্ড


মাদক, মোবাইল ছিনতাই, চুরি, ইভটিজিং এবং অবৈধভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) ডিএমপির মিরপুর বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. বিলাল হোসাইন সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ডিএমপি অধ্যাদেশের বিভিন্ন ধারায় এসব সাজা দেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং এবং রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপি নিয়মিতভাবে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করছে। এ সংক্ষিপ্ত বিচার পদ্ধতির মাধ্যমে ভুক্তভোগীরা দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন। অপরাধ দমনে ঢাকা মহানগর পুলিশ সবসময় বদ্ধপরিকর।
BBS cable ad