শিরোনাম

South east bank ad

বিদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৫, ০১:৪১ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

বিদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দেয়া হয়েছে। টেলিফোনে মৌখিকভাবে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বণিক বার্তাকে নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্রটি বণিক বার্তাকে বলেন, মূলত বাংলাদেশের অনেকগুলো মিশনে এই সিদ্ধান্ত এরইমধ্যে বাস্তবায়িত ছিল। কিছু কিছু মিশনের বিষয় নোটিশে আনা হলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা গেছে।
BBS cable ad