শিরোনাম

South east bank ad

মতিঝিলের বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণে জরুরি গণবিজ্ঞপ্তি

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

মতিঝিলের বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণে জরুরি গণবিজ্ঞপ্তি

 
রাজধানীর মতিঝিল আইডিয়াল জোনসহ বিভিন্ন অবৈধ স্থাপনা দ্রুত সময়ের মধ্যে অপসারণের অনুরোধ জানিয়েছে সচিবালয়ের সরকারি আবাসন পরিদপ্তর। আগামী বৃহস্পতিবারের (৯ অক্টোবর) মধ্যে এসব অবৈধ স্থাপনা অপসারণ না করলে মোবাইল কোর্ট পরিচালনা করে এর ব্যয় অভিযুক্তের কাছ থেকে আদায় করা হবে।

গত ২৯ সেপ্টেম্বর সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপসচিব) নাহিদ-উল-যৌন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মতিঝিল আইডিয়াল জোনে ই-শ্রেণির ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭ ও ০৮ নং ভবন সংলগ্ন ১৬ টি আধা পাকা টিনশেড গ্যারেজ অবৈধভাবে/অনুমতি ব্যতিরেকে নির্মাণ করে যিনি/যারা ব্যবহার করছেন, আল হেলাল জোনে ই-শ্রেণির ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ নং ভবন সংলগ্ন ২০ টি আধা পাকা টিনশেড গ্যারেজ অবৈধভাবে/অনুমতি ব্যতিরেকে নির্মাণ করে যিনি/যারা ব্যবহার করছেন, ১৩ নং ভবনের পশ্চিম পাশে স্কুলঘর অবৈধভাবে/অনুমতি ব্যতিরেকে নির্মাণ করে যিনি/যারা পরিচালনা করছেন, আইডিয়াল জোনে ০৩ নং গেটের ভিতর আইডিয়াল ড্যাফোডিল এডুকেশন কেয়ার কোচিং অবৈধভাবে/অনুমতি ব্যতিরেকে যিনি/যারা পরিচালনা করছেন, ডি-শ্রেণির ৫২ নং ভবনের সামনে গ্যারেজ অবৈধভাবে/অনুমতি ব্যতিরেকে নির্মাণ করে যিনি ব্যবহার করছেন, ডি-শ্রেণির ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ১১১ ও ১১২ নং ভবনের সামনে অবৈধভাবে টিন দিয়ে ঘেরা অংশ যিনি/যারা ব্যবহার করছেন আগামী ৯ অক্টোবরের মধ্যে নিজ দায়িত্বে সে সকল অবৈধ স্থাপনা অপসারণ করার জন্য অনুরোধ করা হলো।


 
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অন্যথায় মতিঝিল সরকারি আবাসন এলাকার সুষ্ঠু পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা রক্ষার স্বার্থে সকল ধরনের অবৈধ স্থাপনা/গ্যারেজ/কোচিং সেন্টার/স্কুলঘর উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ/অপসারণের ব্যয় অভিযুক্তের কাছ থেকে আদায় করা হবে।
BBS cable ad