South east bank ad

ঘূর্ণিঝড় মোকাবিলায় পানিসম্পদ মন্ত্রণালয় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেঃ এনামুল হক শামীম এমপি

 প্রকাশ: ২৩ মে ২০২১, ০৮:২৭ অপরাহ্ন   |   এমপি

ঘূর্ণিঝড় মোকাবিলায় পানিসম্পদ মন্ত্রণালয় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেঃ এনামুল হক শামীম এমপি

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, ‘ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় পানিসম্পদ মন্ত্রণালয় সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকল দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকে। তার নির্দেশে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এই কার্যক্রম মনিটরিং করার জন্য একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে।’

রবিবার (২৩ মে) ঢাকায় সচিবালয়ে ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় পানি সম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা ও দেশের উপকূলীয় জেলাগুলোর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স শেষে তিনি তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

এনামুল হক শামীম আরও বলেন, ‘ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় আগাম সকল প্রস্তুতি গ্রহণের পাশাপাশি উপকূলীয় জেলাগুলোর সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে প্রস্তুত থাকার জন্য। যাতে মানুষের জানমাল সম্পদের বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয়। উপকূলীয় এলাকায় যে সব নদী ভাঙন হওয়ার আশঙ্কা রয়েছে, সেসব এলাকার জনপ্রতিনিধিদের সাথেও যোগাযোগ করা হয়েছে এবং বারবার করে বলা হয়েছে যেকোনো পরিস্থিতিতে নদী ভাঙন, বাঁধ ভাঙনের সংবাদ এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য।’

সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক। এছাড়াও সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


BBS cable ad