সিলেটে রায়হান হত্যা : জামিনে মুক্ত এসআই আকবর

সিলেট নগরের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশ হেফাজতে নির্যাতনে রায়হান আহমদ হত্যার আলোচিত মামলার প্রধান অভিযুক্ত আকবর হোসেন ভূইয়া জামিন পেয়েছেন।
গতকাল রবিবার (১০ আগস্ট) হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে বের হন তিনি। আকবর হত্যাকাণ্ডের সময় বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ ছিলেন। এ ঘটনার পর তাকে বরখাস্ত করা হয়।
আকবরের জামিনের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারগার-২ এর ডেপুটি জেলার মনিরুল হাসান। তিনি বলেন, ‘উচ্চ আদালত থেকে নিম্ন আদালত হয়ে জামিনের কাগজ গতকাল রবিবার আমাদের কাছে পৌঁছয়। পরে আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় এসআই আকবরকে জামিনে মুক্তি পান।’
কারাগার সূত্রে জানা গেছে, এসআইআকবর সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
গত ফেব্রুয়ারিতে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর কার্যক্রম শুরু হলে হলে ২৫ মার্চ তাকে সেখানে আনা হয়। এরপর থেকে তিনি সেখানেই ছিলেন।
২০২০ সালের ১০ অক্টোবর মধ্যরাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান উদ্দিনকে (৩৩) নির্যাতন করা হয়। পরদিন ১১ অক্টোবর ভোরে গুরুতর অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
পুলিশের নির্যাতনে রায়হান নিহত হন বলে অভিযোগ তোলেন তার স্বজনরা। রায়হান সিলেটের আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে।
পুলিশের পক্ষ থেকে প্রথমে দাবি করা হয়, ছিনতাইকালে গণপিটুনিতে মারা গেছেন রায়হান। তবে তার পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ধরে নিয়ে নির্যাতন করে রায়হানকে হত্যা করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি করে সিলেট মহানগর পুলিশ।