আরএমপিতে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্তদের র্যাংক ব্যাজ পরালেন কমিশনার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে কমিশনার নিজ হাতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের কাঁধে নতুন র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ কর্মজীবনে আরো সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে পুলিশ সার্জেন্ট থেকে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে উন্নীত হয়েছেন মো. রাসেলুর রহমান ও সনেট।
এসআই (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন মো. আব্দুল করিম তালুকদার।
এ ছাড়া এসআই (সশস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতি পেয়েছেন মো. রফিকুল ইসলাম, মো. শওকত হোসেন এবং মো. আবুল কালাম আজাদ।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান এবং সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।


