শিরোনাম

South east bank ad

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯০ মামলা

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন   |   পুলিশ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯০ মামলা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৫৯০টি মামলা করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৪ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ৪টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি ও ১৫৯টি মোটরসাইকেলসহ মোট ৩৭১টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ১৪৬টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ৫টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ১৫৭টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৭টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৯টি মামলা হয়েছে।

BBS cable ad