শিরোনাম

South east bank ad

আরএমপির নতুন পুলিশ কমিশনার জিল্লুর রহমান

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন   |   পুলিশ

আরএমপির নতুন পুলিশ কমিশনার জিল্লুর রহমান

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জিল্লুর রহমান। তিনি এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 
 
আজ বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

 
নতুন নিয়োগের ফলে জিল্লুর রহমান আরএমপির বর্তমান কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের স্থলাভিষিক্ত হবেন। একই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাজশাহীতে ৩২তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ আবু সুফিয়ানকে ঢাকা পুলিশ অধিদফতরে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

মোহাম্মদ আবু সুফিয়ান গত বছরের ৭ সেপ্টেম্বর আরএমপির কমিশনার হিসেবে যোগদান করেছিলেন। নতুন এ পরিবর্তনের মাধ্যমে রাজশাহীর পুলিশ প্রশাসনে নেতৃত্বে নতুন অধ্যায় সূচিত হলো।
BBS cable ad