শিরোনাম

South east bank ad

সিআইডি প্রধানের সাথে মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন   |   পুলিশ

সিআইডি প্রধানের সাথে মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

০১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, সিআইডি সদর দপ্তর ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়ের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মি. এডওয়ার্ড আর. ওয়াইলি, স্পেশাল এজেন্ট ও ওভারসিজ ক্রিমিনাল ইনভেস্টিগেটর, এবং মিস ভ্যানেসা গোমেজ, ক্রিমিনাল ফ্রড ইনভেস্টিগেটর (CFI), রিজিওনাল সিকিউরিটি অফিস, ইউএস এম্বাসি, ঢাকা।
সৌজন্য সাক্ষাৎকালে মানবপাচার, যৌন হয়রানি, ট্রান্সন্যাশনাল ক্রাইম, এবং অপরাধ দমন–সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, তথ্য–উপাত্ত বিনিময় ও যৌথ কার্যক্রম জোরদারকরণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে আন্তঃসীমান্ত অপরাধ মোকাবেলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, যৌথ তদন্ত উদ্যোগ এবং ভিকটিম সাপোর্ট–সংক্রান্ত সমন্বয়কে আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়।
সাক্ষাতকালে সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন।
BBS cable ad