শিরোনাম

South east bank ad

পুলিশের ইউনিট প্রধানদের জন্য কড়া নির্দেশনা

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন   |   পুলিশ

পুলিশের ইউনিট প্রধানদের জন্য কড়া নির্দেশনা


পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়া কোনো ইউনিট প্রধানের কর্মস্থল ত্যাগকে ‘শৃঙ্খলাবহির্ভূত’ কাজ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিনের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু ইউনিট প্রধান পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন। বিষয়টি পুলিশ বাহিনীর শৃঙ্খলা পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় ছুটি গ্রহণ বা অন্য কোনো উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগের আগে ইউনিট প্রধানদের অবশ্যই পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পূর্বানুমতি নিতে হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, বাহিনীর শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম আরও সুসংহত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
BBS cable ad