শিরোনাম

South east bank ad

গুলশান ও মতিঝিলসহ এক যোগে ডিএমপির ১৩ ডিসির বদলি

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন   |   পুলিশ

গুলশান ও মতিঝিলসহ এক যোগে ডিএমপির ১৩ ডিসির বদলি

 
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ, মতিঝিল ও গুলশান বিভাগেরসহ উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়, এই ১৩ কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত স্থানে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
 

অন্যদিকে বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অপর একটি আদেশে ডিএমপির উত্তরা বিভাগের ডিসি (সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি) মো.মহিদুল ইসলামকে ডিএমপির ক্রাইম প্রিভেনশন বিভাগের যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে বদলি করা হয়েছে।
BBS cable ad