South east bank ad

পদোন্নতি পাওয়া ৩০ ডিআইজিকে পদায়ন করতে যাচ্ছে সরকার

 প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন   |   পুলিশ

পদোন্নতি পাওয়া ৩০ ডিআইজিকে পদায়ন করতে যাচ্ছে সরকার

সম্প্রতি অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি হওয়া ৩০ পুলিশ কর্মকর্তাকে পদায়নের প্রস্তুতি নিয়েছে সরকার। আগামীকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে পদায়ন করতে পারে।

মঙ্গলবার মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ২৬ নভেম্বর পদোন্নতি পেয়ে ডিআইজি হন ৩৩ পুলিশ কর্মকর্তা। যাদের মধ্যে ডিআইজি জাহিদুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার করা হয়েছে। বাকি কর্মকর্তাদের মধ্যে ৩০ জনকে (নিয়মিত) আগামীকাল পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হবে। আর সুপারনিউমারারি পদোন্নতি পেয়ে ডিআইজি হওয়া দুই কর্মকর্তা স্বপদেই থাকছেন।

সূত্র বলছে, পদায়ন হতে যাওয়া ৩০ কর্মকর্তার কাউকেই রেঞ্জের ডিআইজি কিংবা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে না।
BBS cable ad