শিরোনাম

South east bank ad

রাজধানী‌তে খেলার মাঠ দখল করে দোকানপাট; ইনবক্সে বার্তা পেয়ে উচ্ছেদ করলো পুলিশ

 প্রকাশ: ০৩ অগাস্ট ২০২১, ০৫:১৯ অপরাহ্ন   |   পুলিশ

রাজধানী‌তে খেলার মাঠ দখল করে দোকানপাট; ইনবক্সে বার্তা পেয়ে উচ্ছেদ করলো পুলিশ
রাজধানীর মেরুল বাড্ডা এলাকা থেকে একজন সচেতন নাগরিক বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান, তাদের এলাকায় মসজিদ এর পাশে খেলার মাঠ দখল করে দোকানপাট বসেছে। মানা হ‌চ্ছে না স্বাস্থ্য‌বি‌ধিও।

মসজিদ কমিটির ইচ্ছায় এখানে দোকানপাট ও মেলা বসছে। মাঠটির নাম ডিআইটি প্রজেক্ট খেলার মাঠ। বার্তা পেয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে ওসি বাড্ডা আবুল কালাম আজাদকে নির্দেশনা দেয় মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং। এর প্রেক্ষিতে, ওসি বাড্ডা তার একটি টিমকে ঘটনাস্থলে পাঠিয়ে তাৎক্ষনিকভাবে ডিআইটি প্রজেক্ট মাঠ থেকে সকল দোকানপাট উচ্ছেদ করেন।
BBS cable ad