South east bank ad

নাটোরে ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার

 প্রকাশ: ১৭ মার্চ ২০২২, ০৬:৩৮ পূর্বাহ্ন   |   পুলিশ

নাটোরে ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার
বিডিএফএন লাইভ.কম

নাটোরের গুরুদাসপুরে নববিবাহিত পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর শাহিন খন্দকারকে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

গতকাল বুধবার (১৬ মার্চ) সকালে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব অধিনায়ক জানান, গ্রেপ্তার জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বড়াইল গ্রামের শাহিন খন্দকার ছেলে রিফাত খন্দকারসহ গুরুদাসপুরের শাহাপুরে ইটভাটায় কাজ করত। 

এই কাজ করার সুবাদে ওই এলাকায় আকলিমার বাড়িতে ভাড়া থাকত। এরই এক পর্যায়ে আকলিমার মেয়ের সাথে গত ১০দিন আগে রিফাত খন্দকারের বিয়ে হয়। 

গত ১৩ মার্চ রাতে শাহিন খন্দকার তার ঘুমন্ত নববিবাহিত পুত্রবধূকে নিজের ঘরে উঠিয়ে নিয়ে ধর্ষণ করে। এসময় চিৎকার শুনে মেয়েটির মা ওই ঘরে ছুটে গেলে শাহিন খন্দকার পালিয়ে যায়। 

পরে আকলিমা বেগম বাদী হয়ে গুরুদাসপুর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। র‌্যাব সদস্যরা গোপন সংবাদে মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে পলাতক শাহিন খন্দকারকে গ্রেপ্তার করে। 

বুধবার দুপুরে তাকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: