অনলাইন শাড়ি ব্যবসায়ীর জামদানি ছিনতাই, গ্রেফতার ৪

প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকার জামদানি শাড়ি ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১১টি শাড়ি উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার রাতে রাজধানীর দক্ষিণখানের কশিবারই হাজী মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মেহেদী হাসান শাওন (২৪), মো. আশরাফুল (২১), সাব্বির হোসেন রিমন (২৫) ও মো. সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ (২৫)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১১টি জামদানি শাড়িও উদ্ধার করা হয়।
ডিএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্প্রতি দুই অনলাইন শাড়ি ব্যবসায়ী ৩১টি জামদানি শাড়ি হারান। এ ঘটনায় দায়েরকৃত মামলার পরিপেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাদেরকে গ্রেফতার করা হয়। হারানো শাড়ির মূল্য সাড়ে ৩ লক্ষ টাকা।
দক্ষিণখান থানা সূত্রে জানা যায়, গত ১২ মে দক্ষিণখানের মোল্লারটেক কশিবারই এলাকায় প্রতারক চক্রের খপ্পরে পড়েন দুই শাড়ি ব্যবসায়ী নুর মোহাম্মাদ রাব্বি (২৪) ও তার বড় ভাই ছহিম (৩৫)। এক নারী ক্রেতার ডাকে তারা জামদানি শাড়ি বিক্রির জন্য ওই এলাকায় গেলে দুর্বৃত্তরা তাদের কাছ থেকে শাড়িগুলো ছিনিয়ে নেয়। এ ঘটনায় গত ১৪ মে দক্ষিণখান থানায় বাদী হয়ে মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী নুর মোহাম্মাদ রাব্বি।
মামলা সূত্রে জানা যায়, বাদী নুর মোহাম্মাদ রাব্বি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা থেকে তার ফেসবুক পেইজের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অর্ডার নিয়ে জামদানি শাড়ি বিক্রি করতেন। অজ্ঞাতনামা এক নারী ক্রেতার সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথাবার্তার একপর্যায়ে ক্রেতা তার বোনের বিয়ে উপলক্ষে ৭-৮টি জামদানি শাড়ি কিনবেন বলে জানান। নারী ক্রেতা শাড়ি যাচাই করার জন্য ২০-২৫টি জামদানি শাড়ি দক্ষিণখানের মোল্লারটেক বটতলায় নিয়ে আসার জন্য বলেন। তার কথায় আশ্বস্ত হয়ে রাব্বি তার বড় ভাই ছহিমকে সঙ্গে নিয়ে গত ১২ মে সন্ধ্যায় ৩১টি জামদানি শাড়ি নিয়ে মোল্লারটেকে যান। তখন সেই অজ্ঞাতনামা নারী ক্রেতাকে ফোন করলে সে রাব্বিকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তার কথামতো রাব্বি ও তার ভাই সেখানে অপেক্ষা করতে থাকেন। আধা ঘণ্টা পর অজ্ঞাতনামা চারজন লোক ক্রেতা ওই নারীর পরিচয় দিয়ে রাব্বি ও তার ভাইকে একটি অন্ধকার গলির ভেতরের দিকে যেতে বলে। রাব্বির সন্দেহ হলে তিনি দ্রুত জামদানি শাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতে থাকেন। কাসাইবাড়ী বাজারের দিকে যাওয়ার সময় অজ্ঞাতনামা সেই ক্রেতা বাদীকে ফোন করে তার কাছ থেকে জামদানি শাড়ি কিনবে বলে আশ্বস্ত করে এবং কশিবারই এলাকার কানাডা প্লাজার সামনে থাকার জন্য বলে। রাব্বি রাত ৮টার দিকে সেখানে পৌঁছানোর পর হঠাৎ ১০-১২ জনের একটি দল তাদের উপর আক্রমণ করে। তারা এলোপাতাড়ি কিল, ঘুসি ও লাঠি দিয়ে আঘাত করে ১৯টি জামদানি শাড়ির একটি ‘গাইট’ ছিনিয়ে নেয়, যার মূল্য প্রায় তিন লক্ষ ৫০ হাজার টাকা।
থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় মামলা রুজুর পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযুক্তদের মধ্য থেকে চার জনকে শনাক্ত করে পুলিশ। এরপর ১৪ মে রাতে দক্ষিণখানের কশিবারই হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ১১টি জামদানি শাড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষ ৪৩ হাজার টাকা।
দক্ষিণখান থানা পুলিশ জানায়, অভিযুক্তরা পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য।