মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বিডিএফএন লাইভ.কম
গতকাল শনিবার ( ২৬ মার্চ) সকাল ১১ ঘটিকায় বঙ্গতাজ অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব খন্দকার লুৎফুল কবির বিপিএম পিপিএম।
আনিসুর রহমান, জেলা প্রশাসক গাজীপুর এর সভাপতিত্বে এ-সময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গাজীপুর মোঃ শফিউল্লাহ -পিপিএম, জাকির হাসান উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) গাজীপুর মেট্টপলিটন পুলিশ।
গাজীপুর জেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধা পরিবার সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সকল শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।