গোপালগঞ্জে অবৈধ ম্যাজিক কারেন্ট জাল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা, জাল ধ্বংস

মেহের মামুন (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে অবৈধ ম্যাজিক কারেন্ট জাল মজুদ করে বিক্রয় করার দায়ে সুশান্ত বাড়ৈ (৪৫) এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৮ এর ভ্রাম্যমান আদালত। এ সময় জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
র্যাব-৮ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, কোটালীপাড়া উপজেলার কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী সুশান্ত বাড়ৈ অবৈধ ম্যাজিক কারেন্ট জাল মজুদ করে বিক্রয় করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই ব্যবসায়ীর গোডাউন থেকে মজুতকৃত ১০ হাজার মিটার নিষিদ্ধ চায়না ম্যাজিক কারেন্ট জাল জব্দ করা হয় ও ওই ব্যবসায়ীকে আটক করা হয়। পরে মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনে ১০ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করার নিদের্শ দেন ভ্রাম্যমান আদালতের বিচার। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে দরবংস করা হয়। এ অভিযানে কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ, নির্বাহি ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ, কোটালীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আনিসুর রহমান উপস্থিত ছিলেন। ব্যবসায়ী সুশান্ত বাড়ৈ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জ গ্রামের মহন্ত বাড়ৈর ছেলে।