মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে ৮০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০
 
                                                                                                ১। অদ্য ০৭ মার্চ ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৩:২০ ঘটিকায় র্যাব-১০, সিপিসি-২ মুন্সীগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন পাইকসা এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-২ মুন্সীগঞ্জ ক্যাম্পের উক্ত আভিযানিক দল উল্লেখিত ঘটনাস্থলে পৌছালে একজন লোক দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা লোকটিকে আটক করে। অতঃপর কর্তব্যরত র্যাব সদস্যরা স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিধি মোতাবেক আসামীর পরিহিত লুঙ্গির কোচায় হতে আনুমানিক ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা মূল্যমানের ৮০ (আশি) পিস ইয়াবাসহ উক্ত আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আকবর (৩০), পিতা-হাফেজ, সাং- দক্ষিণ পাইকসা, থানা-শ্রীনগর, জেলা-মুন্সীগঞ্জ বলে জানা যায়।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। 
৩। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
                                

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                  
 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            