শিরোনাম

South east bank ad

টাকা ছিনিয়ে নিতে খোকনকে হত্যা : র‌্যাব

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন   |   র‍্যাব

টাকা ছিনিয়ে নিতে খোকনকে হত্যা : র‌্যাব

শরীয়তপুরের ডামুড্যায় আলোচিত গ্রাম্য চিকিৎসক ও ব্যবসায়ী খোকন দাসকে ছুরিকাঘাত শেষে শরীরে আগুন দিয়ে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, টাকা ছিনিয়ে নিতে অভিযুক্তরা তাকে হত্যা করেছে।

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৮-এর অধিনায়ক কমান্ডার শাহাদত হোসেন।

এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে কিশোরগঞ্জের পূর্ব পৈলানপুরের বাজিতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) ও শহীদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)।

র‌্যাব জানায়, গত ৩১ ডিসেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতের শিকার হন ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার বাসিন্দা ওষুধ বিক্রেতা ও মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট খোকন দাস। এসময় তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টায় মারা যান তিনি।

এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হযয় কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) শহীদ সরদারের ছেলে পলাশ সরদারের (২৫) বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।

এদিকে, ঘটনার পর পরই গা ঢাকা দেন অভিযুক্তরা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ডামুড্যা থানায় পাঠানোর কথা জানিয়েছে র‌্যাব।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: