প্রাইভেটকারে ৫৭ কেজি গাঁজা, চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৫৭ কেজি গাঁজাসহ তিন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শুক্রবার বিকালে র্যাব-৩ এর সহকারী পরিচালক বীণা রানী দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. ফয়সাল হাসান, মো. রবিউল এবং মো. রুবেল মিয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের র্যাব-৩ জানতে পারে কিছু মাদককারবারি প্রাইভেটকারে গাঁজার চালান নিয়ে কুমিল্লা থেকে ঢাকার দিকে আসছে। তাদের গ্রেপ্তার করতে বৃহস্পতিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে ৫৭ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ মো. ফয়সাল হাসান, মো. রবিউল এবং মো. রুবেল মিয়া নামের তিন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে জানায়, গ্রেপ্তারকৃতরা তাদের অপরাধ স্বীকার করে এবং দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে গাঁজা কিনে নারায়ণগঞ্জসহ ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে করে আসছেন। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।