র্যাবের হাতে ট্রাকে গাঁজা পরিবহন কালে গ্রেফতার-২

বিডিএফএন লাইভ.কম
র্যাব-১৩'র হাতে ১৪কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
র্যাব সূত্রে জানাগেছে, র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে
গতকাল রোববার (২৭ মার্চ) দুপুরে দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন বিরামপুর পৌরসভাস্থ মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকা টু দিনাজপুর গামী ০১ টি ট্রাক তল্লাশি করে ০৮ কেজি গাঁজা সহ দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বৈরাগীদিঘীর রাসেদুজ্জামান(৩০) ও কাশিমপুর এলাকার মুকছেদুল ইসলাম (৩৪)।
আসামীদের দেয়া তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন বাগলপাড়া এলাকার পলাতক আসামী মোঃ সেলিম রেজার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে আরো ০৬ কেজি গাঁজাসহ সর্বমোট ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় উদ্ধারকৃত মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাকও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরামপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে আসামীদের কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩'র ফ্লাইট লেফটেন্যান্ট, সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ।