নাটোরে পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে ৩ জনকে আটক করেছে র্যাব

নাটোরের বড়াইগ্রামে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিন জনকে আটক করেছে র্যাব। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মৌখাড়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব সিপিসি-২ নাটোর ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্নোগ্রাফি সংরক্ষণ এবং তা বিক্রির মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে তিনটি সিপিইউ, তিনটি হার্ডডিক্সসহ সেলিম রেজা, ওয়াসিম রেজা ও মো. শাহীন আলমকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা করা হয়েছে।