সাজা পরোয়ানাভূক্ত ০২ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১০

১২ জুন ২০২৩ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার আদাবর থানাধীন আদাবর-১০ এলাকায় একটি অভিযান পরিচালনা করে যৌতুক মামলায় পলাতক ০৪ বছরের কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভূক্ত আসামী মোঃ শরিফুল ইসলাম, পিতা- মোঃ আক্কাছ আলী, স্থায়ী সাং- কেশবা শাহ্পাড়া, থানা- কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী’কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে মাদক মামলায় পলাতক ০৩ বছরের কারাদন্ড ও ৫০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৬ মাসের কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভূক্ত আসামী মোঃ নুরুল ইসলাম’কে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।