পেটের ভেতরে করে ইয়াবা পাচার: র্যাব-১০ এর হাতে আটক ১

বুধবার (০৯ জুন) রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় একটি অভিযানে পেটের ভেতরে করে ইয়াবা ট্যাবলেট পাচারের সময় শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। আটক মাদক কারবারী হলেন- মো. শহিদুল ইসলাম (৩৬)। তার পেটের ভেতর থেকে ১২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১০ জুন) সকালে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি শহিদুল জানায়, তিনি ঝুঁকি নিয়ে বিভিন্ন কৌশলে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্নস্থানে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছিলেন।
আটক শহিদুলের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।