South east bank ad

মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম

 প্রকাশ: ২৬ মে ২০২১, ১০:০৭ অপরাহ্ন   |   রেঞ্জ পুলিশ

মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম
সেবার পরম ব্রত নিয়ে তিনি বরিশাল রেঞ্জে এসেছিলেন বরিশাল রেঞ্জের সদ্য সাবেক ডিআইজি ও সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।  একজন চৌকষ, দক্ষ, অভিজ্ঞ আর বাংলাদেশ পুলিশের পুলিশিং আর্ট এর শিক্ষক খ্যাত বিদায়ী অতিথি অতিরিক্ত আইজিপি সর্বদা পুলিশ-পাবলিক দূরত্ব দূর করার মানস নিয়ে মানুষের সেবায় কাজ করে গেছেন। 
পদোন্নতি ও বদলিজনিত বিদায় সংবর্ধনায় পুলিশ-পাবলিক, সহকর্মী-সুভাকাঙ্খীসহ শত মানুষের ভালোবাসায় সিক্ত হলেন তিনি। তিনি তার সুনির্দিষ্ট  দিক-নির্দেশনা মূলক আদেশ-উপদেশ আকাঙ্খা প্রকাশ করে গেছেন- পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হোক, মানুষ পুলিশকে সম্মান ও শ্রদ্ধা করুক। এমন স্বচ্ছ পুলিশিং সেবার কথা তিনি আমাদের মনে গ্রথিত করে রেখে গেছেন- সাধারণ মানুষ পুলিশকে যেন বন্ধু মনে করে।  গতকাল  বরিশাল জেলা পুলিশলাইন্সে পদোন্নতি ও বদলিজনিত বিদায় সংবর্ধনায় বিদায়ী অতিথি অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম বরিশাল  রেঞ্জের মানুষকে ভালোবাসা-কান্না-হাসির এক মিশ্র অনুভূতিতে সিক্ত করে বিদায় নিলেন।
 


বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার এই বিদায়ী সংবর্ধনায় স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, পুলিশী সেবাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে যাওয়া, কর্জীবনে দক্ষতা আর গতিশীলতার সমন্বয় করা একজন সফল মানুষ আমাদের বিদায়ী অতিথি অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম । সেবার কোমলতায় একজন মানবিক পুলিশ; অপরাধ ও দুষ্টের দমনে কঠোরতায় পর্বতের মতো অটল, বরিশাল রেঞ্জের গণমুখী পুলিশিং এর একজন অভিভাবক আজ পদোন্নতি ও বদলিজনিত কারণে বিদায় নিলেন। 
এই বিদায়ী সংবর্ধনায় উপস্থিত হয়ে স্মৃতিচারণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিকমিশনার, জেলাপ্রশাসক, বরিশাল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় উপাচার্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) এর অধ্যক্ষ, র‍্যাব-৮ এর সিও, ১০ম এপিবিএন এর সিও, ডিজিএফআই, বরিশাল এর কর্ণেল জিএস এবং রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার, রেঞ্জের সকল ইউনিটের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিনিয়র সাংবাদিকবৃন্দ।



BBS cable ad

রেঞ্জ পুলিশ এর আরও খবর: