সিলেট রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিলেট রেঞ্জ ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সিলেট জেলা পুলিশ লাইন্স মাঠের ব্যাডমিন্টন কোর্টে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে একক ও দ্বৈতে সিলেট জেলা পুলিশ ও হবিগঞ্জ জেলা পুলিশ দল অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে একক খেলায় চ্যাম্পিয়ন হয় সিলেট জেলার কনস্টেবল রাজিব আহমেদ এবং দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন হয় হবিগঞ্জ জেলার কনস্টেবল ফরহাদ আহমদ এবং কনস্টেবল ইফতি আহমেদ।
২০২১ সালের সিলেট রেঞ্জ ব্যাটমিন্টন টুর্নামেন্ট গত ২৮ শে আক্টোবর শুরু হয়। এতে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়সহ রেঞ্জের মোট ৬টি দল অংশ নেয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন ফাইনাল খেলার প্রধান অতিথি সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম এবং সভাপত্বি করেন সিলেট জেলার পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন আহমেদ, পিপিএম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, পুলিশ সুপার(এএন্ডএফ), মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার(এমএন্ডসিএ)সিলেট রেঞ্জ, সিলেট। বিপুল সংখ্যক পুলিশ সদস্য খেলাটি উপভোগ করেন।
উক্ত ফাইনাল খেলায় সঞ্চালনায় ছিলেন মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন), সিলেট জেলা।
পুরস্কার বিতরনী অনুষ্ঠান প্রধান অতিথি তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খেলাধুলার মত ভাল এবং আনন্দময় সময় আর নেই। মন ও দেহ সুস্থ রাখতে সকলের খেলায় সম্পৃক্ত থাকা উচিৎ। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে এই টিম বাংলাদেশ পুলিশ ব্যাডমিন্টন টিমে খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।