বিকেএসপি কর্মকর্তা-কর্মচারী সমিতির নির্বাচন
ঢাকার সাভারে বিকেএসপির কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী নির্বাচনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১০টি পদে পছন্দের প্রার্থীকে ভোট দেন কর্মকর্তা-কর্মচারীরা।
নির্বাচনে বিজয়ীরা হলেন সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলমগীর আলম, যুগ্ম সম্পাদক পদে মো. জয়নাল আবেদিন, কোষাধ্যক্ষ পদে মো. রাহিদ আলম, সদস্য পদে মো. হারুন অর রশিদ সিকদার, মো. কামরুল ইসলাম, মো. পান্নু মল্লিক, মো. সুরুজ্জামান, মো. শহিদুল ইসলাম, মো. রোস্তম আলী ও মো. কামরুজ্জামান।
প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এছাড়া সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সহযোগিতা করায় সাভার উপজেলা সমবায় কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


