শিরোনাম

South east bank ad

বিচারপতি খায়রুল হকের নামে মামলার আবেদন

 প্রকাশ: ১৮ অগাস্ট ২০২৪, ০২:০৮ অপরাহ্ন   |   বিচার বিভাগ

বিচারপতি খায়রুল হকের নামে মামলার আবেদন

তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া রায় পরিবর্তনের জন্য প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নামে একটি মামলার আবেদন করা হয়েছে।

রোববার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজের আদালতে এ আবেদন করেন আইনজীবী ইমরুল হাসান।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশের জন্য রেখেছেন।

এ বিষয়ে ইমরুল হাসান জানান, সংক্ষিপ্ত আদেশে দুবার তত্ত্বাবধায়ক সরকার রাখা যেতে পারে মতামত দেন আপিল বিভাগ। পরে বিচারপতি খায়রুল হক পূর্ণাঙ্গ রায়ে সেই অংশটি বাদ দেন। তাই তার বিরুদ্ধে এ মামলার আবেদন করি।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান যুক্ত করা হয়। পরে সেই বিধান হাইকোর্টে চ্যালেঞ্জ করা হলে হাইকোর্ট সংশোধনীকে বৈধ বলে ঘোষণা দেন। এরপর আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন। আপিল বিভাগ প্রথমে দুই মেয়াদের জন্য এ বিধান রাখার পক্ষে মত দিলেও পূর্ণাঙ্গ রায়ে সেই অংশ বাদ দেওয়া হয়।

BBS cable ad

বিচার বিভাগ এর আরও খবর: