শিরোনাম

South east bank ad

সিকদার গ্রুপের ১৫ প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন   |   বিচার বিভাগ

সিকদার গ্রুপের ১৫ প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক সিকদারের মালিকানায় থাকা ১৫ প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল সোমবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্রোক করা সম্পত্তির মধ্যে রয়েছে:

রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ১২ কাঠা জমিতে ১৩ তলা ভবন
সীমান্ত স্কয়ারের ৮,৭৫১ বর্গফুট আয়তনের ফ্লোর যা ন্যাশনাল ব্যাংকে ভাড়া দেওয়া
হাজারীবাগের সিকদার রিয়েল এস্টেট বিল্ডিং
সিকদার রিয়েল এস্টেটের ওয়েস্টার্ন কমিউনিটি সেন্টার বিল্ডিং
সীমান্ত স্কয়ারের পাঁচ তলায় ৪,৭০০ স্কয়ার ফুটের ফ্লোর
ধানমন্ডির জেড এইচ সিকদার উইমেন মেডিকেল কলেজ ও হাসপাতাল
হাজারীবাগের সাত তলা ভবনের নিচতলা, চতুর্থ তলা ও পঞ্চম তলা (ন্যাশনাল ব্যাংকের ভাড়া)
বনানীর কামাল টাওয়ার ১৮ তলা ভবনের ৩,৪০০ স্কয়ার ফুট স্পেস (ন্যাশনাল ব্যাংকের ভাড়া)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সিকদার শপিং কমপ্লেক্স
পটুয়াখালীর কলাপাড়া ইউনিয়নের ছয় তলা ভবনের অংশ (ন্যাশনাল ব্যাংকের ভাড়া)
বাগেরহাটের মংলায় তিন তলা ভবনের নিচতলায় ৩,০০০ বর্গফুট স্পেস (বাংলাদেশ ইকোনমিক জোন অথোরিটির ভাড়া)
শরীয়তপুরের ভেদরগঞ্জের তিন তলা ভবনের নিচতলা ও দোতলায় ৪,২০০ স্কয়ার ফুটের স্পেস (ন্যাশনাল ব্যাংকের ভাড়া)
শরীয়তপুরের মাধবপুরে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবহৃত একটি ভবন
সীমান্ত স্কয়ারের চতুর্থ তলায় ৯,৩৭৭ ফুট স্পেস (ন্যাশনাল ব্যাংকের এন্টি মানিলন্ডারিং বিভাগের ভাড়া)
হাজারীবাগের সিকদার রিয়েল এস্টেটের ১০ তলা ভবনের ৫ তলা (ন্যাশনাল ব্যাংকের মহিলা শাখা ও কার্ড প্রসেসিং সেন্টার)

BBS cable ad

বিচার বিভাগ এর আরও খবর: