শিরোনাম

South east bank ad

জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হলেন বিচারপতি ফাতেমা নজীব

 প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন   |   বিচার বিভাগ

জুডিসিয়াল সার্ভিস কমিশনের সদস্য হলেন বিচারপতি ফাতেমা নজীব

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের নতুন সদস্য হয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব।

এ বিষয়ে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।
বুধবার (২৩ এপ্রিল) আইন সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা ২০০৭ এর বিধি ৩(২)(খ) ও ৩(৩) অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীবকে উক্ত কমিশনের সদস্য হিসেবে পাঁচ বছরের জন্য মনোনয়ন প্রদান করেছেন।

জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজীব ২০১৮ সালের ৩০ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০২০ সালের ৮ জুন তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৯৮৪ সালে মুন্সেফ হিসেবে বিচার বিভাগে কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের ধারাবাহিকতায় ২০১১ সালে জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন। এছাড়া হংকং, থাইল্যান্ড, মালদ্বীপ, সৌদি আরব, শ্রীলঙ্কাসহ বেশকিছু দেশ ভ্রমণ করেন।

BBS cable ad

বিচার বিভাগ এর আরও খবর: