South east bank ad

মাগুরায় শিশুকে ধর্ষণ-হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড

 প্রকাশ: ১৭ মে ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন   |   বিচার বিভাগ

মাগুরায় শিশুকে ধর্ষণ-হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আর মামলার বাকি তিন আসামি খালাস পেয়েছেন।

আজ শনিবার (১৭ মে) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন।

খালাসপ্রাপ্তরা হলেন হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, সন্তান সজীব শেখ ও রাতুল শেখ।

গত ৮ মার্চ নির্যাতনের শিকার শিশুটির মায়ের করা মামলার নথি থেকে জানা যায়, মাগুরা শহরে বড় বোনের বাসায় বেড়াতে যাওয়ার পর শিশুটিকে ধর্ষণ করা হয়। এ মামলায় গত ২৩ এপ্রিল আদালত চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন এবং পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

মাত্র ১২ কার্যদিবস শেষে এ মামলার রায় দিলেন আদালত, যা বিচার বিভাগের ইতিহাসে দ্বিতীয় দ্রুত রায়ের নজির স্থাপন করল।

BBS cable ad