শিরোনাম

South east bank ad

৩০০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা চেয়েছে ইসি

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন   |   বিচার বিভাগ

৩০০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা চেয়েছে ইসি

জাতীয় নির্বাচনের আগে বিচার বিভাগীয় কর্মকর্তারা যাতে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্ব পালন করেন, সে বিষয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিচার বিভাগের প্রধান যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। জানা গেছে, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির জন্য বিচার বিভাগের কাছে ৩০০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা চেয়েছে ইসি।

গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন সিইসি।

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। তফসিল ঘোষণার আগমুহূর্তে গতকাল দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে আসেন সিইসি। পৌনে এক ঘণ্টা সাক্ষাতের পর বেরিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা জাতীয় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চান সিইসির কাছে। প্রথমে কোনো কথা বলবেন না বললেও সাক্ষাতের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করলে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘উনি (প্রধান বিচারপতি)আর তো থাকছেন না, এই মাসে উনি চলে (অবসরে) যাবেন।
উই হ্যাভ ওয়াক টুগেদার, একসঙ্গে কাজ করেছি। সে জন্য উনার সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করতে এসেছি। অন্য কোনো বিষয় নেই।’ সংবিধানের ৯৬ (১) অনুচ্ছেদ অনুসারে ৬৭ বছরের পর আর বিচারকরা পদে থাকতে পারেন না।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের জন্ম ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর। সে হিসাবে চলতি বছর ২৭ ডিসেম্বর তাঁর ৬৭ বছর পূর্ণ হবে। বাগেরহাটের সীমানা নির্ধারণ নিয়ে আপিল বিভাগে একটি মামলা বিচারাধীন, এ অবস্থায় প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করা যায় কি না—এক সাংবাদিকের এই প্রশ্নে সিইসি বলেন, ‘মামলা নিয়ে কোনো হয়নি।’

আরেক সাংবাদিক সিইসির কাছে জানতে চান, জাতীয় নির্বাচনের জন্য প্রধান বিচারপতির কাছে সহযোগিতা চেয়েছেন কি না? জবাবে সিইসি বলেন, ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, যাতে উনারা ডেপ্লয় করবেন শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে, এই কাজটা যাতে ত্বরান্বিত করেন; সেটা উনাকে রিকোয়েস্ট করেছি।’

প্রধান বিচারপতি কি আপনাকে আশ্বস্ত করেছেন? এ প্রশ্নে সিইসি বলেন, ‘উনি জাস্ট ওই ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিতে যে লোকজন দেওয়ার কথা আছে, ডেপ্লয়মেন্ট আছে, সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন এবং নেবেন।

BBS cable ad

বিচার বিভাগ এর আরও খবর: