শিরোনাম

South east bank ad

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

 প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন   |   বিচার বিভাগ

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন


সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। 

বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি।

অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় পৃথক সচিবালয়ের যাত্রা, পরবর্তী সরকারও ধারাবাহিকতা রাখবে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধান বিচারপতি।

এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের অতিরিক্ত দায়িত্বরত সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকীসহ অন্যান্য রেজিস্ট্রার ও কর্মকর্তারা।
 
এর আগে, গত ৩০ নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ অধ্যাদেশ জারি করে। 

তার আগে, গত ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা সংক্রান্ত সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়। 
 
BBS cable ad

বিচার বিভাগ এর আরও খবর: