ফরিদপুরের সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফরিদপুরের সদরপুর উপজেলা সদরের বিভিন্ন খাবার হোটেল ও রেষ্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত ৪ প্রতিষ্ঠান মালিককে ২ হাজার ৮শ টাকা জরিমানা করেছে।
অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি এবং মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গতকাল ১৫ সেপ্টেম্বর বুধবার দুপুরে সদরপুর থানা পুলিশের সহযোগীতায় উপজেলার বিভিন্ন হোটেল ও রেষ্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্যাব এর সাধারন সম্পাদক প্রভাত কুমার সাহা।