তিন মাসের জন্য ঢাকা ক্লাবের ইজিএম স্থগিত করেছেন হাইকোর্ট

তিন মাসের জন্য ঢাকা ক্লাব লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) নোটিশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে গত বৃহস্পতিবার এ আদেশ দেন। ঢাকা ক্লাবের ওই সভা শনিবার (২০ মে) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জানা গেছে, গত ২৯ এপ্রিল বিশেষ সাধারণ সভার নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের বৈধতা নিয়ে ক্লাবের সদস্য ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ কোম্পানি আইনে হাইকোর্টে আবেদন করেন। আদালতে শওকত আজিজের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ ও আইনজীবী কাজী আখতার হোসাইন।
'মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস্ অব এসোসিয়েশন'-এর ৩৪ নং অনুচ্ছেদ ইচ্ছেমতো প্রয়োগের কারণে বিবাদীদের ৭ (সাত) দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়েছে।