রাজউকের মোবাইল কোর্ট পরিচালিত

আজ,২০ জুন,২০২৩মঙ্গলবার রাজউকের পরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (উপ -সচিব) জনাব মো: কামরুল ইসলাম পিএএ কর্তৃক রাজউকের জোন ৬/২ ডেমরা স্টাফ কোয়ার্টার বাওনিয়া এলাকাতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় অবৈধ স্থাপনা কয়েকটি ভবনের অংশ ভেঙে ফেলা হয় এবং সাত লাখ টাকা জরিমানা করেন।
এছাড়াও ভবনের মালিকদের সতর্ক করে দিয়েছেন যাতে তারা পরবর্তীতে রাজউকের নকশা নিয়ে ভবন নির্মাণ করে ও ডেঙ্গু প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নির্মানধীন ভবন মালিকদের সতর্ক করেন।