South east bank ad

মার্কেন্টাইল ব্যাংকের পারপেচ্যুয়াল বন্ড অনুমোদন

 প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১২:১৭ পূর্বাহ্ন   |   ব্যাংক

মার্কেন্টাইল ব্যাংকের পারপেচ্যুয়াল বন্ড অনুমোদন
বিডিএফএন লাইভ.কম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মার্কেন্টাইল ব্যাংকের ৫০০ কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২২ মার্চ) বিএসইসির ৮১৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে।

বন্ডটির কুপন হার ৬ থেকে ১০ শতাংশ। আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট, স্বায়ত্তশাসিত করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা।

এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি টায়ার-১ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও ইস্যু ম্যানেজার হিসেবে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড কাজ করেছে।
BBS cable ad

ব্যাংক এর আরও খবর: