ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ও এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্টের মধ্যে চুক্তি সই

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সম্প্রতি এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে ‘এইচএফএএমএল শরিয়াহ ইউনিট ফান্ড’ পরিচালনার জন্য একটি ট্রাস্ট ডিড স্বাক্ষর সম্পন্ন করেছে।
এ চুক্তির অধীনে আইসিবি ট্রাস্টি হিসেবে ওই ফান্ডের দায়িত্ব পালন করবে। ফান্ডের প্রাথমিক আকার ২০ কোটি টাকা এবং অভিহিত মূল্য ১০ টাকা। আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবুল হোসেন এবং এইচএফ অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফায়েকুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ট্রাস্ট ডিডে সই করেন। এ অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।