র্যাবের সেই সোহায়েল গ্রেপ্তার
 
                                                                                                অপহরণ ও গুমের অভিযোগে করা মামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অপহরণ ও গুমের মামলায় ১৮ জুন সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজির করতে গত ১৫ এপ্রিল আদেশ দেওয়া হয়েছিলো। সে অনুযায়ী বুধবার (১৮ জুন) তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এক পর্যায়ে প্রসিকিউশনের আবেদনে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রডাকশন ওয়ারেন্ট মূলে সোহায়েলকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সেই সঙ্গে আগামী ১৫ সেপ্টেম্বর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করে আদেশ দেন।
ট্র্যাইব্যুনালে প্রসিকিউটসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, সোহায়েলের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
২০১০ সাল থেকে দুই বছর র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক ছিলেন সোহায়েল।
২০২২ সালের ২২ ফেব্রুয়ারি মোহাম্মদ সোহায়েল কমোডর থেকে রিয়ার অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পান। সোহায়েল এক বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বছরের ১২ এপ্রিল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার আগে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে তিনি পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।
আওয়ামী লীগের সরকার পতনের পর গত ৭ আগস্ট বন্দর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে তাকে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার হিসেবে বদলি করা হয়।
দুর্নীতি, জোরপূর্বক আটকে রেখে নির্যাতন, হত্যা ও গুমসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর গত ১৯ আগস্ট সোহায়েলকে বাধ্যতামূলক অবসরে পাঠায় বাংলাদেশ নৌবাহিনী। পরদিনই তাকে গ্রেপ্তার করা হয়।


 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                  
 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            