সাধারণ বীমা করপোরেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

সাধারণ বীমা করপোরেশনের ২০২০ সালের সংস্থার জোন ও শাখা অফিসগুলোর ব্যবসায়িক সাফল্যের জন্য সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপণন, ব্যবসা উন্নয়ন ও দায়গ্রহণ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুল হক ভূঁইয়া।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহিরয়ার আহ্সান। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।