চট্টগ্রামে জিপিএইচ-সিজেকেএস প্রিমিয়ার ফুটবল লিগ উদ্বোধন

সম্প্রতি চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে জিপিএইচ-সিজেকেএস প্রিমিয়ার ফুটবল লিগ।
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ লিগের পৃষ্ঠপোষকতা করছে জিপিএইচ ইস্পাত লিমিটেড।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, জিপিএইচ ইস্পাতের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) শোভন মাহবুব শাহাবুদ্দিন, সিজেকেএস ফুটবল লিগ কমিটির সভাপতি উপপুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, সিডিএফএর সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ও সিডিএফএ সভাপতি এসএম শহীদুল ইসলাম প্রমুখ।