শিরোনাম

South east bank ad

চমেক হাসপাতালে এসি বিষ্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন   |   সারাদেশ

চমেক হাসপাতালে এসি বিষ্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সাত তলায় কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষে বিকল এসি মেরামতের কাজ করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন তিন শ্রমিক। এর মধ্যে শওকত নামের এক শ্রমিক মারা গেছেন। গতকাল সোমবার বিকালে চিকিৎসধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল সকালে এসি বিষ্ফোরণের দুর্ঘটনা ঘটে। অপর দুই দগ্ধরা হলেন- মো. মিশকাত ও মো. তানভীর। তিনজনই গণপূর্ত বিভাগের এসি টেকনিশিয়ান। তাঁদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে।

চমেক পুলিশ সূত্রে জানা যায়, হাসপাতালের ছাদে সাততলায় কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষে কাজ করছিলেন গণপূর্ত বিভাগের ঠিকাদারের তিনজন এসি টেকনিশিয়ান। বেলা ১১টার দিকে এসির বিস্ফোরণ হলে তাঁরা দগ্ধ হন। সাত তলায় যেখানে এসির বিস্ফোরণ হয়, তার ঠিক নিচে হাসপাতালের প্রসূতি ওয়ার্ড। ওয়ার্ডের ছাদ ক্ষতিগ্রস্ত হলেও কোনো রোগী আহত হননি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, গতকাল সকালে হাসপাতালের বিকল এসি মেরামতের সময় বিষ্ফোরণ হয়। আহত শওকতকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। বিকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একই ঘটনায় দগ্ধ মো. তানভীর ও মো. মিশকাত হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন।
BBS cable ad